গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। প্রতিযোগিতায় অংশ নেয়া ক্লাবগুলো ছুটি কাটাতে গেলেও সেই ছুটি প্রায় শেষের পথে। এখন ধীরে ধীরে ফিরছে নতুন মৌসুমের প্রস্তুতি।
তবে লা লিগার নতুন মৌসুম (২০২৫–২৬) শুরুর সময় পিছিয়ে দিতে অনুরোধ জানিয়েছিল রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সময় চেয়ে মৌসুমের প্রথম ম্যাচ পেছানোর আবেদন করে ইউরোপের সফলতম ক্লাবটি। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) একজন বিচারক। ফলে নির্ধারিত সময়েই মাঠে নামতে হচ্ছে লস ব্লাঙ্কোসদের।
গত ৯ জুলাই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল। এরপর লা লিগার প্রথম ম্যাচ তাদের নির্ধারিত হয়েছে ১৯ আগস্ট (মঙ্গলবার) ওসাসুনার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে।
রিয়ালের দাবি ছিল চূড়ান্ত পর্যায়ের একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার পর ৪১ দিনের বিরতি পর্যাপ্ত নয়। ক্লাবটি যুক্তি দেয় পেশাদার ফুটবল চুক্তির আওতায় খেলোয়াড়দের বিশ্রামের পাশাপাশি পর্যাপ্ত ফিজিক্যাল ও ট্যাকটিক্যাল প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কিন্তু বিচারক হোসে আলবের্তো পেলায়েজ রিয়ালের যুক্তি মেনে নেননি। তিনি বলেন,‘খেলোয়াড়রা ১১ জুলাই থেকে নিরবিচ্ছিন্ন বিশ্রামে আছেন। সম্মিলিত চুক্তি অনুযায়ী ২১ দিনের বিশ্রাম তারা পাচ্ছেন। তবে অতিরিক্ত ২১ দিনের প্রস্তুতির কোনো বাধ্যতামূলক ধারা নেই, যেমনটা রিয়াল বা খেলোয়াড়দের সংগঠন (এএফই) দাবি করেছে।’
রিয়াল চাইলেই এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। তবে তার সময়সীমা মাত্র ৪৮ ঘণ্টা। আপিলে সিদ্ধান্ত বদল না হলে নির্ধারিত সূচিতেই মৌসুম শুরু করতে হবে রিয়াল মাদ্রিদকে।