স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগামীকাল জুলাইয়ের গণঅভ্যুত্থান দিবসকে সামনে রেখে কোনো নিরাপত্তা হুমকি নেই।
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীর আলম বলেন, যেসব বিষয়ে অনেক বৈঠক হচ্ছে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
সরকারের বিশেষ অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চলমান বিশেষ অপরাধবিরোধী অভিযান জাতীয় নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।
লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
কিশোর অপরাধ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধের প্রবণতা বেশি।
তবে অপরাধ রোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গণহিংসা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের তুলনায় গণহিংসা কমেছে।
ধীরে ধীরে তা শূন্যের কোঠায় নেমে আসবে। গণহিংসার ঘটনায় আমরা কোনও ছাড় দিচ্ছি না।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৬ দিনের বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। পরে অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টকে জুলাই মাসের গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।