অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। সুনির্দিষ্ট সময় আজকেই জানিয়ে দেয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। মাহফুজ আলম বলেন, ‘আগামী পাঁচ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে।’
আজ (শনিবার, ২ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের র্যালি শেষে এসব তথ্য জানান উপদেষ্টা মাহফুজ আলম। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
তাদের হাতে থাকা প্ল্যাকার্ড-ফেস্টুনে শোভা পায় অভ্যুত্থানের নানা স্মৃতি স্মারক। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে এই র্যালি শেষ হয় কেন্দ্রীয় শহিদ মিনারে।
তবে, জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের একমত হওয়া জরুরি কিনা, এমন তথ্য নিশ্চিত করতে না পারলেও উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র আসবে।’
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা গণ-অভ্যুত্থান করেছেন, তাদের ভূমিকার একটি দালিলিক প্রমাণ থাকবে। আমরা কোন কোন আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে উপনীত হয়েছিলাম, কেন জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং আমরা কোন পথে যাত্রা করতে চেয়েছিলাম এসব বিষয় এতে উঠে আসবে।
তথ্য উপদেষ্টা বলেন, বিজয়ের এক বছর পার হয়েছে। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার একটি বড় অংশ বাস্তবায়নের পথে এগোতে পেরেছি। যদিও সব কিছু এখনও বাস্তবায়িত হয়নি, তবে আমরা সেই পথে অগ্রসর হচ্ছি।